বিতর্ক যেন পিছু ছাড়ছে না আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গত শুক্রবার টুইটারে সাবেক ‘মিস ইউনিভার্স’ অ্যালিসিয়াকে ‘বিরক্তিকর’ এবং ‘প্রতারক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে অ্যালিসিয়ার নাকি সেক্স টেপ ফাঁস হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে বিতর্কের ঝড় ওঠে।। সেই রেশ কাটতে না কাটতে এবার ‘প্লে বয়’-এর ভিডিওতে সুন্দরী নারীদের সঙ্গে ট্রাম্পের শ্যাম্পেন ওড়ানোর দৃশ্য ফাঁস হয়েছে। ‘বাজফিড’ নামে একটি ওয়েবসাইটে এটি ফাঁস করা হয়েছে।
২০০০ সালে প্রকাশিত ভিডিওটির একটি ছোট অংশে দেখা গেছে, ‘প্লে বয়’ লোগো যুক্ত একটি গাড়ি থেকে নেমে নিউইয়র্ক ষ্ট্রিটে শ্যাম্পেনের বোতল খুলছেন ট্রাম্প। ভিডিওটি সামনে আসার পর থেকেই নানা মহলে ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে ফের আলোচনা।
এ ঘটনার পরেই ট্রাম্পর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের মুখপাত্র নিক মেরিল বলেন, ‘সেক্স টেপ নিয়ে অনেকেই কথা তুলেছেন। এবার যে ভিডিওটি সামনে এসেছে তাতে কিন্তু মুখ্য ভূমিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ’
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব