ভারতের মধ্যপ্রদেশে ট্রাক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু এবং দু’জন নারী রয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।
জানা যায়, সোমবার সিয়োনি জেলার একটি মন্দিরে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঢুকে পড়ে। মন্দিরে তখন পূজায়রত ছিলেন ভক্তরা। ট্রাকের ওই ধাক্কাতে ঘটনাস্থলেই মারা যান ওই ছয়জন। খবর কলকাতা টুয়েন্টিফোর সেভেনের।
ভারতের মধ্যপ্রদেশের পারাসাই গ্রামের বাঞ্জারি মাতা দেবীর এই মন্দিরটি লাখান্দুয়ান-নরসিংপুর জাতীয় সড়কের পাশে অবস্থিত হওয়ার কারণেই এই ধরণের দুর্ঘটনা ঘটে। যে দিন দুর্ঘটনাটি ঘটেছিল, সে দিন নবরাত্রির কারণে ওই মন্দিরে বেশ জনসমাগমও হয়েছিল।
বিডি-প্রতিদিন/এ মজুমদার