ব্রিটেনে ঢুকে পড়েছে জঙ্গি সংগঠন আইএসের ৪০০ সদস্য। সিরিয়ার যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের পরে অবাধে সীমান্ত পার হয়ে তারা ঢুকে পড়েছেন। এদের মধ্যে ধরা পড়েছে মাত্র ১৪ জন। খবর ডেইলি মেইলের।
কয়েকদিন আগে পার্লামেন্টে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেয়ার পরে অন্তত ৮৫০ জন ব্রিটিশ জঙ্গি অবৈধভাবে দেশে ফিরেছে। তাদের মধ্যে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে ফাঁস হয়েছে যে, পরিসংখ্যানে ভুল ছিল। এই মুহূর্তে ব্রিটেনে ঢুকে পড়া সাবেক আইএস জঙ্গির সংখ্যা প্রায় ৪০০। যাদের মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের আশঙ্কা, যে কোনও সময় এরা বড়সড় হামলা হতে পারে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ আফরোজ