মিসরে কয়েকটি সামরিক ঘাঁটি লিজ নিতে চায় রাশিয়া। সে বিষয়ে তারা দেশটির সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মধ্যে ভূমধ্যসাগরের কাছে অবস্থিত একটি বিমান ঘাঁটিও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে।
সামরিক ঘাঁটি লিজ নেয়ার বিষয়ে দুই দেশ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে ২০১৯ সালের মধ্যে এ ঘাঁটিকে রাশিয়া বিমান ঘাঁটি হিসেবেই ব্যবহার করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, দু'পক্ষ এ পর্যন্ত একমত হয়েছে যে, মস্কো ওই ঘাঁটিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করবে তবে রুশ সেনা মোতায়েন হবে সীমিতসংখ্যক। সূত্রটি দাবি করেছে, মিসরীয় ঘাঁটি সংস্কার ও লিজ নেয়ার আলোচনা সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন