পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ নিতে ২৫০ 'জঙ্গি' তৎপর রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য তৎপর থাকা ওই জঙ্গিরা পাকিস্তানভিত্তিক ৩টি জঙ্গি সংগঠনের সদস্য। খবর এনডিটিভির।
সূত্র জানায়, এই ২৫০ জঙ্গির সবাই লস্কর-ই তাইয়্যেবা, জইশ-ই মুহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের সদস্য। এই জঙ্গি সদস্যরা ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে ভারতে অনুপ্রবেশ করে।
এদিকে জঙ্গিদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে ভারত সরকার।
তবে পাকিস্তান ও ভারতের লাইন অব কন্ট্রোলে সারা রাত পাহাড়া দিলেও সীমান্তের বিভিন্ন দুর্গম জায়গা দিয়ে অনুপ্রবেশের শঙ্কা থেকেই যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম