ব্রাজিলের রিও ডি জানেরিও’র দুটি বস্তিতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধের সময় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
সামরিক পুলিশ এক বিবৃতিতে জানায়, কান্টাগালো ও পাভাও-পাভাওজিনহো বস্তিতে সংঘর্ষে দুই ‘অপরাধী’ আহত হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া একটি উঁচু খাড়া স্থান থেকে পড়ে আরো একজন মারা গেছে। তার পিঠে থাকা ব্যাগে আট কেজি কোকেন পাওয়া গেছে।
এদিন বিকেলে আরো একটি সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও দুই সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছে। এ সময় আট সন্দেহভাজনকে আটক ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন