মহররম উপলক্ষে মঙ্গল এবং বুধবার শোভাযাত্রার সময় পাকিস্তানে কমপক্ষে ৫২ শহরে মোবাইলসেবা বন্ধ রাখা হবে। সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত ওই শহরগুলোতে মোবাইলসেবা বন্ধ রাখা হবে। খবর ডন'র।
এক টেলিকম কর্মকর্তার বরাত দিয়ে ডন জানায়, মহররমে সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত কেন্দ্রীয় রাজধানী, সব প্রাদেশিক রাজধানী, গিলগিট বালতিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মিরে মোবাইলসেবা বন্ধ থাকবে।
এদিকে, কুয়েটায় শোভাযাত্রায় নজর রাখতে কমপক্ষে ৭ হাজার পুলিশ মোতায়েত করা হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
এছাড়া লাহোরে প্রায় ২০ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। অপরদিকে, করাচিতে সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়াতে দশ হাজার পুলিশ এবং অন্যান্য নিরাপত্তাসংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম