আসাদ সরকারের পক্ষ নিয়ে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অালেপ্পোয় পুনরায় বিমান হামালা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবারের এই হামলায় শিশুসহ অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি আঘাত হানা কয়েকটি এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার যুদ্ধবিরতির ভেঙে যাওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হলে এই বিমান হামলা চালানো হলো।
আল-জাজিরা বলছে, বিমান হামলাটি এমন এক সময়ে হলো, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফ্রান্স সফর বাতিল করেছেন।
চলতি মাসের শেষে ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠকের কথা ছিল পুতিনের। কিন্তু প্যারিসের পক্ষ থেকে বৈঠক কেবল সিরিয়ার যুদ্ধবিরতির মধ্যে সীমাবদ্ধের কথা জানানো হলে রাশিয়ারর পক্ষ থেকে সফর বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/মাহবুব