মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্ত্রধারী লোকজনের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, এর আগে মঙ্গলবার দেশটির মংডু এলাকার পায়ংপিট গ্রামে দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও এক হামলাকারী নিহত হন। ওই ঘটনার পর নিকটবর্তী তাং পাইং নয়ার গ্রামে দেশীয় অস্ত্রসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে স্থানীয় সময় শনিবার দিনগত রাত ৩টায় একই রাজ্যের পশ্চিমাঞ্চলে পুলিশ ফাঁড়িতে তিন পৃথক হামলায় ৯ জন পুলিশ ও পাঁচজন বন্দুকধারী নিহত হন।
রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যা লঘু রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উত্তেজনা চলে আসছে। ২০১২ সালে রাখাইনে সাম্প্রদায়িক সংঘর্ষে শতাধিক নিহত এবং হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। যাদের অনেকে এখনও সেখানে বাস করছেন।
প্রসঙ্গত, মিয়ানমার সরকার সেদেশে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/হিমেল/মাহবুব