ফ্যান্সের প্যারিসে ইসলামিক স্টেটের হামলার প্রধান সন্দেহভাজন সালেহ আবদেসলামের পক্ষ নেওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তার আইনজীবীরা। জানান, তারা আর আসামির পক্ষ নিবেন না। খবর বিবিসির।
তার এক আইনজীবী ফ্রাঙ্ক বারটন বিএফএম টিভিকে জানান, সালেহ আদালতে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মামলার শুরুতেই আমরা বলেছিলাম, আমাদের মক্কেল নিশ্চুপ থাকলে তার পক্ষালম্বল থেকে আমরা সরে দাঁড়াব।
গত বছরের নভেম্বরে প্যারিসের বার, রেস্টুরেন্ট ও কনসার্ট হলসহ চার জায়গায় সিরিজ হামলায় ১৩০ জন মানুষ নিহত হয়। পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে।
ওই ঘটনার পর চলতি বছরের মার্চ মাসে বেলজিয়ামের ব্রাসেল থেকে সালেহ আবদেসলামকে গ্রেফতার করা হয়। এরপর এপ্রিলে তাকে ফ্রান্সে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/মাহবুব