বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তান। জাতিসংঘে এমনটাই জানিয়েছে ভারত। জাতিসংঘের এক সম্মেলনে পাক প্রতিনিধি দলের সদস্য তাহমিনা জানজুয়ারের এক প্রশ্নের জবাবে ভারতের প্রতিনিধি দলের সদস্য ভেঙ্কটেশ ভার্মা একথা বলেন। খবর কলকাতা ২৪x৭ নিউজের।
খবরে বলা হয়, ভেঙ্কটেশ ভার্মা বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য সব চেয়ে বড় হুমকি আসে সন্ত্রাসবাদের সক্রিয় প্রচারণা থেকে। এছাড়া পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং রাষ্ট্রীয় ও জিহাদি গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানকে ইঙ্গিত করে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকরবউদ্দিন অভিযোগ করেন, বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভয়াবহ হুমকির একটি দেশকে মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া তিনি ২০ বছর ধরে আলোচনার পরেও জঙ্গিদের আটকাতে পাকিস্তান কোন আন্তর্জাতিক আইন মেনে চলেনি বলেও অভিযোগ করেন।
উল্লেখ্য, হিজবুল নেতা বুরহান ওয়ানিকে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ফের জয়েশ-ই-মোহম্মদের যুক্ত থাকার প্রমাণ মেলে। এরপরই গত ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনারা জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল