ইসলামের জন্য জীবন দিতে উৎসাহী করে তুলছে পিস স্কুল। ভারতের কোচিতে পুলিশ তদন্ত করে এ প্রমাণ পেয়েছে। পাঠক্রমের 'আপত্তিকর বিষয়' নিয়ে আগেই অভিযোগ ওঠে পিস স্কুলের বিরুদ্ধে। সেই অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করে কোচির পুলিশ। খবর কোলকাতা টোয়েন্টিফোরের।
তদন্তে কোচির পুলিশ প্রমাণ পায়, প্রাথমিক শিক্ষার পাঠক্রমের রয়েছে সাম্প্রদায়িক বিরোধে উস্কানি দেয়ার মতো বিষয়। পুলিশের মতে বইয়ের লেখা শিক্ষার্থীদের মনে সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। ছাত্রদের মগজ ধোলাই করার কাজও চালাচ্ছে এই বইয়ের লেখা। স্কুলটিতে অষ্টম শ্রেণি অবধি পড়ানো হয়। স্কুলটির বইয়ের খসড়া তৈরি করে 'বিতর্কিত' ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের ঘনিষ্ঠরা।
এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামের জন্য জীবন দেয়ার শিক্ষা দিচ্ছে এই স্কুলের পাঠক্রম। এই কাজ শুরু হচ্ছে প্রাথমিক অবস্থা থেকেই। ফেসবুকে পোস্ট হওয়া একটি ছবি থেকে ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে।
শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়ার জন্য কোচির পিস স্কুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ ওই স্কুলের সঙ্গে আইএসের জঙ্গি সংগঠনের যোগসূত্রও খুঁজে পেয়েছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা