নারীদের নিয়ে অশোভন মন্তব্য করে ইতিমধ্যে তোপের মুখে পড়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তুলেছেন দুই নারী। ঘটনা দুটি অনেক আগের হলেও সম্প্রতি ট্রাম্পের ওই মন্তব্যের পরে এবার মুখ খুললেন তারা।
মার্কিন সংবাদপত্র দ্য 'নিউইয়র্ক টাইমস'-এর বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।
একজন নারীর অভিযোগ করেন, ৩০ বছর আগে বিমানের করে যাওয়ার সময় একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন ট্রাম্প। এসময় নিউইয়র্কের বিতর্কিত ব্যবসায়ী নাকি তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন। তার ভাষায়, "অক্টোপাসের" মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো।
অপর নারীর অভিযোগ, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ওই নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প।
অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে ওই প্রতিবেদন এবং অভিযোগকে 'কাল্পনিক' এবং 'ভিত্তিহীন' বলে দাবি করেছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/মাহবুব