ইতালির জনপ্রিয় নাট্যকার দারিও ফো। শুধু নাট্যকার বললেও ভীষণ কৃপণতা করা হবে এ নোবেলজয়ীর প্রতি। অসামান্য প্রতিভাবান এই মানুষটি একাধারে অভিনেতা, নাট্যকার, কমেডিয়ান, গায়ক, থিয়েটার পরিচালক, মঞ্চ নির্মাতা, গীতিকার এবং চিত্রশিল্পী। শুধু শিল্প সংস্কৃতিই নয়, তার পদচারণা ছিল রাজনীতিতেও। তবে সমর্থক হিসেবে।
১৯৯৭ সালে সাহিত্যে নোবেল পান দারিও ফো। তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন 'দ্য অ্যাকসিডেন্টাল ডেথ অফ এন অ্যানার্কিস্ট' -এর মতো রাজনৈতিক বিদ্রুপাত্মক নাটক লিখে।
জীবনের শেষ দিনগুলিতে ফুসফুসের সমস্যায় পড়েন অসম্ভব প্রাণোচ্ছ্বল এই মানুষটি। হাসপাতালে ছিলেন ১২ দিন। ভগ্ন স্বাস্থ্যের সাথে টানা লড়াই করে বৃহস্পতিবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দারিও ফোর জন্ম ১৯২৬ সালের ২৪ মার্চ ইতালির সানজিয়ানোতে।
দারিও ফোর মৃত্যুতে শোক প্রকাশ করে ইতালির প্রধানমন্ত্রী বলেন, দারিও ফোকে হারানোর মাধ্যমে আমাদের দেশ থিয়েটার, সংস্কৃতি ও নাগরিক জীবনের এক মহান চরিত্রকে হারিয়েছে। তার বিদ্রুপ, গবেষণা, সেট ডিজাইন, বৈচিত্র্যময় শৈল্পিক কার্যক্রম তাকে বিশ্বের মাঝে সেরা ইতালীয় নাগরিকের মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা