বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গত কয়েকদিন ধরে রাজা ভূমিবল গুরুতর অসুস্থ ছিলেন। কিছুক্ষণ আগে রাজপ্রাসাদ থেকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তখন থেকেই থাইল্যান্ডের জনগণ তাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে সম্মান করেছেন। চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়। তবে রাজার মৃত্যুতে থাইল্যান্ডে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ