যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির তুর্কি সীমান্তের আজাজ শহরের কাছে সেনাবাহিনী পরিচালিত একটি চেকপয়েন্ট লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
যুক্তরাজ্যভিত্তিক পযর্বেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১৪ জন সরকার বিদ্রোহী যোদ্ধা রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের পার্শবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হমালাকারীদের সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল