১৯৩ সদস্যের বিশ্ব সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদের নুতন মহাসচিব হিসাবে নিয়োগ পেয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার গুতেরেসকে পাঁচ বছরের জন্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ শেষে হবে আগামী ১ জানুয়ারি। এরপরই সংস্থাটির নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গুতেরেস। এর আগে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে তাকে মনোনীত করে নিরাপত্তা পরিষদ।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল