ভারতের গোটা গুজরাট শহরটি ছেয়ে গেছে ওসামা-বিন-লাদেন থেকে শুরু করে, বুরহান ওয়ানি, হাফিজ সইদের পোস্টারে৷ এমন কোন পাকিস্তানি জঙ্গি নেই যে সে এইসব পোস্টারে স্থান পায়নি। এবার এইসব পাকিস্তানি জঙ্গি্দের তালিকায় অন্তর্ভুক্ত হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ সারা গুজরাট শহর ছেয়ে যাওয়া পোস্টার গুলিতে খুব আশ্চর্য ভাবেই বুরহান ওয়ানির পাশে জায়গা করে নিয়েছেন কেজরি৷ এই পোস্টারের মাধ্যমে কেজরিওয়ালকে যে সরাসরি পাকিস্তানের দালাল এবং দেশদ্রোহী বলা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না৷
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই পোস্টার প্রচারের পিছনে কোন রাজনৈতিক দল রয়েছে তা সম্পর্কে জানা যায়নি৷ যদিও আম আদমি পার্টির সরাসরি অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে৷ আম আদমি পার্টির নেতা যোগেশ জাদবানি বলেছেন, “অদূর ভবিষ্যতে কেজরিওয়াল গুজরাটে সভা করতে আসবেন৷ আর সেই সভা বানচাল করতেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে৷”
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে৷ বিজেপির তরফ থেকে বলা হয়েছে, অন্য কোনও রাজনৈতিক ব্যাক্তিত্বকে আক্রমণ করার বিরুদ্ধে বিজেপি বরাবর সোচ্চার হয়েছে এবং দলের কর্মীদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷
বিডি-প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/তাফসীর