ভারতের কাশ্মীরে সীমা সশস্ত্র বল (এসএসবি)-এর সেনা কনভয়ে ভয়ঙ্কর হামলা চালাল জঙ্গিরা। হামলায় ১ সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীনগরের কাছেই জাকুরায় এসএসবি-এর গাড়ি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এসএসবি-র সেনারা যখন তাদের ক্যাম্পে ফিরছিলেন তখনই তাদের গাড়ি বহরে জঙ্গিরা হামলা চালায় বলে জানা গেছে। হামলার পরই এলাকা থেকে গা ঢাকা দেয় জঙ্গিরা। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে।
এসএসবি-র আইজি দীপক কুমার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাহিনীর ৩ টি কোম্পানি ডিউটি সেরে যখন ফিরছিলেন তখন সেনার ৬ টি গাড়ি বহরে জঙ্গিরা হামলা চালায়। তারা বহরের প্রথম গাড়িটিকে লক্ষ্য করে একে সিরিজের রাইফেল থেকে গুলি ছুঁড়তে থাকে এবং এর পরই পালিয়ে যায়।
এসএসবি-র পক্ষ থেকে পুরো হামলার ঘটনাটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। এনিয়ে একটি বৈঠকে বসছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন