স্ত্রী আয়শা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। ব্রিটিশ গণমাধ্যমকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার ফার্স্ট লেডি বলেছিলেন, 'সরকারে পরিবর্তন না আনলে আগামী নির্বাচনে স্বামী বুহারিকে সমর্থন দেবেন না তিনি।' তবে সে বক্তব্য ভালোভাবে নিতে পারেননি বুহারি। এবার তারই সূত্র ধরে তিনি স্ত্রীকে অবজ্ঞা করে নানা কথা বলেছেন।
বুহারি বলেন, জানি না আমার স্ত্রী কোনো দল করে। কিন্তু আমার রান্নাঘর, শয়নকক্ষ ও অন্যান্য কক্ষেই তার বিচরণ।
এ পর্যন্ত তিনবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বুহারি। চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। তার স্ত্রী আয়শা পেশায় ব্যবসায়ী। তিনি একজন মানবধিকার কর্মীও। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আয়শা আগামী নির্বাচনে স্বামীকে শর্তযুক্ত সমর্থন দেয়ার ব্যাপারে কথা বলেন।
জ্ঞানের পরিধি নিয়েও আয়শাকে তাচ্ছিল্য করেছেন বুহারি। তিনি বলেন, তার (আয়শা) এবং বিরোধী দলগুলোর চেয়ে আমার জ্ঞান অনেক বেশি।
তবে এসব কথাকে 'সিরিয়াসলি' না নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারির মুখপাত্র গর্ব শেফু। তিনি বলেন, রাজনীতিতে 'হিউমার' থাকা উচিত। আমরা যারা তার (বুহারি) আশেপাশে সবসময় থাকি, তাদের সময় কখনো খারাপ কাটে না। প্রেসিডেন্ট সমাজে নারীর স্থানকে সম্মান করেন। তিনি নারীর সামর্থ্যে বিশ্বাস করেন।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৬/ফারজানা