আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নারী কেলেংকারির আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ১৯৯২ সালে ধারণ করা হয় ওই ভিডিও। তখন ট্রাম্পের বয়স ছিল ৪৬ বছর। এতে দেখা যায়, ট্রাম্প ১০ বছরের এক বালিকাকে দেখার পর বলেন, ১০ বছরের মধ্যেই ওই বালিকার সঙ্গে তিনি ডেটিং করবেন।
সিবিএস টেলিভিশনের 'এন্টারটেইনম্যান্ট টুনাইট' নামক একটি অনুষ্ঠানের জন্য ওই ভিডিও ধারণ করা হয়। ট্রাম্প তখন নিউইয়র্কে অবস্থিত নিজের টাওয়ারে চলন্ত সিঁড়ি দিয়ে উঠছিলেন। তখনই ওই বালিকার সঙ্গে সাক্ষাৎ হয় ট্রাম্পের।
ভিডিওতে শোনা যায়, ট্রাম্প ১০ বছরের ওই বালিকাকে বলছেন, 'তুমি চলন্ত সিঁড়িতে ওঠবে?' বালিকা 'হ্যাঁ' সূচক উত্তর দেয়। এরপর ট্রাম্প ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলেন, আমি আগামী ১০ বছরের মধ্যে ওর সঙ্গে ডেটিং করব। তুমি কি তা বিশ্বাস করো?
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৬/ফারজানা