ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে শনিবার একটি শিয়া প্রধান এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত এবং দুই ডজনের বেশি লোক আহত হয়েছেন। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাগদাদের শা’ব এলাকায় এ বোমা হামলা হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/ ১৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম