ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক থাকা দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। এরপর তারা প্রতিবেশি ওমানে আশ্রয় নিয়েছেন। খবর বিবিসির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সম্প্রতি ইয়েমেনের একটি অত্যেষ্টিক্রিয়ায় বোমা বিস্ফোরণে ওই দুই মার্কিন নাগরিক আহত হন।
এদিকে, বিদ্রোহীদের সঙ্গে মধ্যস্থতার জন্য ওমানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। ২০১৫ সাল থেকে প্রেসিডেন্টের সমর্থনের হুথি বিদ্রোহীদের ওপর সৌদি জোটের বিমান হামলায় ৬৮০০ মানুষ নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব