যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি রেস্তোরাঁয় দুর্বৃত্তের গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। লস অ্যাঞ্জেলসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জ্যামাইকান রেস্তোরাঁয় স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। খবর ফক্স নিউজের।
লস অ্যাঞ্জেলস পুলিশের মুখপাত্র সার্জেন্ট ফ্রাঙ্ক প্রেসিয়াদো বলেছেন, "গোলাগুলির সময় রেস্তোরাঁয় ৫০ জনের মতো ছিল। জনপ্রিয় জ্যামাইকান খাবার খেতে প্রতি শুক্রবার রাতে সেখানে অনেক লোকের সমাগম ঘটে।"
লস অ্যাঞ্জেলস পুলিশের সার্জেন্ট মাইক লোপেজ জানিয়েছেন, "আহত ১২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আরেকজনকে পুলিশ খুঁজছে।"
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/তাফসীর