তুর্কী সমর্থিত সিরীয় বিদ্রোহীরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাত থেকে দেশটির সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর দাবিক দখল করে নিয়েছে। ভৌগলিকভাবে শহরটির অবস্থান খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও প্রতীকিভাবে এই শহরের তাৎপর্য অনেক। খবর বিবিসির।
গণতন্ত্রের জন্যে আন্দোলনকারী এবং তুরস্কের সংবাদ মাধ্যমেও বলা হচ্ছে, স্থানীয় সময় রবিবর সকালে আইএস জঙ্গিরা সেখান থেকে চলে যাওয়ায় তাদের হাত থেকে শহরটির পতন ঘটেছে।
সুলতান মুরাদ নামের একটি বিদ্রোহী গ্রুপের কমান্ডার আহমেদ ওসমান রয়টার্সকে বলেছেন, রবিবার তারা পার্শ্ববর্তী সোরান গ্রামও দখল করে নিয়েছে।
বিবিসি জানায়, দাবিক দখলের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই শহরের আশেপাশে লড়াই চলছিল। তুর্কি বিমান হামলা ও ট্যাঙ্ক আক্রমণের সহযোগিতায় প্রেসিডেন্ট আসাদের বিরোধী বিদ্রোহীরা আইএসের হাত থেকে দখল করে নিচ্ছিলো একের পর এক গ্রাম। অবশেষে শহরটির পতন ঘটল।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব