যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পশ্চিম অ্যাডামস জেলার একটি রেস্তোরাঁয় জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
রবিবার লস এঞ্জেলেস পুলিশ বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ওই রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মওয়েন ম্যাক (৩৩) ও দিয়েগো রিড (২৫)। তারা দু’জনেই জ্যামাইকান নাগরিক।
পুলিশ বিভাগের ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে নয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অাশঙ্কাজনক।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
জন্মদিনের অনুষ্ঠান শুরুর কিছু সময় পরেই বন্দুকধারীরা দুইভাগে বিভক্ত হয়ে এ হামলা চালায় বলে জানিয়েছেন রেস্তোরেন্টের মালিক।
বিডি প্রতিদিন/ ১৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম