ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে ১২টি পরমাণু চুল্লি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া আগামী ২০ বছরের মধ্যে ভারতে ১২টি পরমাণু চুল্লি নির্মাণের জন্য প্রস্তুত রয়েছে। ভারতে বিদ্যুৎ খাতে প্রচণ্ড চাহিদা মোকাবেলায় এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
ব্রিকস সম্মেলনে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে রাশিয়া ও ভারতের মধ্যে ১২৯০ কোটি ডলারের চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী তামিল নাড়ুর কুদানকুলাম দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র ও চতুর্থ পরমাণু চুল্লি নির্মাণ করবে রাশিয়া।
যৌথ নির্মাণ চুক্তির আওতায় ভারতকে অন্তত ২০০টি কামোভ ২২৬টি হেলিকপ্টার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এসব চুক্তির মধ্যে ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ফ্রিগেট সরবরাহ করার বিষয়ও রয়েছে।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/ফারজানা