বয়স মাত্র ৭। এরই মধ্যে গুগলে চাকরির স্বপ্ন দেখতে শুরু করছে ব্রিটেনের কোল ব্রিজওয়াটার। আর সেই স্বপ্নের কথা জানিয়ে চাকরি চেয়ে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের কাছে চিঠিও লিখে ফেলল সেই মেয়ে।
সাত বছরের কোল ব্রিজওয়াটার নিজের মনের ইচ্ছেগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুগলের বস সুন্দর পিচাইকে দেওয়া সেই চুঠিতে জানালেন-
‘ডিয়ার গুগল বস...
আমার নাম কোলে। আমি যখন বড় হব আমি গুগলে চাকরি করব। আমি আরও একটি জায়গায় চাকরি করব, সেটা হল একটি চকলেট ফ্যাক্টরিতে। এর সঙ্গে আমি অলিম্পিকেও সাঁতার কাটব...’
সেই চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই বেশ হতবাক হয়েছেন সিন্দর পিচাই। তবে তিনি কোল ব্রিজওয়াটারের চিঠির জবাব দিয়েছেন। পিচাই বলেছেন, ‘তোমার চিঠির জন্য ধন্যবাদ। আমার জেনে আনন্দ হচ্ছে যে তুমি কম্পিউটার এবং রোবট পছন্দ কর। আশা করছি এ রকমভাবেই তুমি প্রযুক্তি শিক্ষা চালিয়ে যাবে। আমি মনে করি, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে যদি কঠোর পরিশ্রম করতে থাক তাহলে তুমি যা কিছু ভাবছ—গুগলে কাজ করা বা অলিম্পিকে সাঁতার কাটা সবই সম্ভব হবে। স্কুলের পাঠ শেষ করে তুমি কখন চাকরির আবেদন করবে সেই অপেক্ষায় থাকব। তোমাকে এবং তোমার পরিবারকে শুভেচ্ছা রইল।’
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০