মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদের গায়ে এবার সরকারিভাবে সন্ত্রাসবাদী তকমা দিল পাকিস্তান। সে দেশের সন্ত্রাস বিরোধী আইন বা অ্যান্টি টেররিজম অ্যাক্ট (এটিএ) মেনে হাফিজ সাইদের উপর একগুচ্ছ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকা সূত্রে জানা যায়, হাফিজ সাইদের ওপর এটিএ-র চতুর্থ ধারা আরোপ করা হয়েছে। এই ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি সন্ত্রাসবাদে অভিযুক্ত এবং কড়া নজরদারির মধ্যে রাখা হবে। চতুর্থ ধারা মেনে স্থানীয় পুলিশের কাছে নিয়মিত হাজিরাও দিতে হবে হাফিজ সাইদকে। সাইদ ও আরও চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিতে সন্ত্রাস-বিরোধী বিভাগকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৩০ জানুয়ারি হাফিজ সাইদকে গৃহবন্দি করা হয়। আশ্চর্যজনকভাবে পাক সেনাও এই পদক্ষেপকে সমর্থন করে। এরপর হাফিজ সাইদ যাতে সে দেশ ছাড়তে না পারে, সে বিষয়েও নির্দেশ জারি করে পাক প্রশাসন।
সূত্র : এই সময়
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম