আফগানিস্তানের দক্ষিণ প্রদেশে চেকপয়েন্টে তালেবানদের এক হামলায় দেশটির ১২ পুলিশকর্মী নিহত হয়েছে। এ সময় পুলিশকর্মীদের হত্যা করে তাদের অস্ত্র ও গুলি ছিনতাই করে নিয়ে গেছে তালেবানরা। এ ঘটনায় চেকপয়েন্টের এক প্রহরী এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, লস্কর গহ নামে আফগানিস্তানের ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ছোটখাটো হামলা চালাচ্ছিল তালেবানরা। এই এলাকাটিতে প্রচুর পরিমাণে আফিম উৎপাদন করা হয়। সে কারণেই এলাকাটি একটু বর্ধিষ্ণু। আফগানিস্তানের অনেক এলাকাতেই এখন তালিবানদের দাপট কমেছে। তারপরেও এই হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
আফগানিস্তানের হেলমন্দের ডেপুটি পুলিস চিফ জানিয়েছেন, "মুখ ঢাকা দুষ্কৃতীরা চেকিং পয়েন্টে অতর্কিতে হামলা চালায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা গুলিবর্ষণ শুরু করে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে ওই ১২ পুলিশকর্মীর মৃত্যু হয়। চেকপয়েন্টের এক গার্ডকে অপহরণ করে অস্ত্র লুট করে পালিয়ে যায় তারা। পরে তালেবানের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়।"
বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭