শিক্ষকতা পেশাকেই লজ্জিত করলেন ভারতের গুজরাটের এক শিক্ষিকা। ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে অর্ধনগ্ন হয়ে নাচ। মোবাইল পর্নোগ্রাফি, অশ্লীল কথাবার্তা বলা, এমনটাই দিনের পর দিন শ্রেণিতে চালিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষিকা। এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর এবার কারাঘারে যেতে হয়েছে পোরবন্দরের সারদা বিদ্যা মন্দিরের ওই শিক্ষিকাকে।
জানা গিয়েছে, স্কুলে এমন কাণ্ড হরদম ঘটিয়ে চলতেন তিনি। শুধু তাই নয়, একটি ঘরে ছাত্রদের নিয়ে গিয়ে জামা কাপড় খুলে প্রায় নগ্ন হয়ে নাচ দেখাতেন ওই দিদিমণি। আবার ছাত্রছাত্রীদের হুমকি দিতেন, এ ব্যপারে কাউকে কিছু বললে স্কুল থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে৷ বেশ কিছু দিন ভয়ে ছাত্ররা মুখ খোলেনি। অবশেষে আর সহ্য করতে না পেরে বিষয়টি বাড়িতে জানায় এক পড়ুয়া। ঘটনাটি জানতে পেরে অভিভাবকরা তখনই হাজির হন স্কুলে৷ শুরু হয় প্রচন্ড হইচই৷ অভিযুক্ত দিদিমণির বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ করেন অভিভাবকরা। জানানো হয় পুলিশকেও৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শিক্ষিকাকে। তদন্তে অভিযুক্ত শিক্ষিকার মোবাইল থেকে পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার