ইরাকের মসুল নগরীকে পুরোপুরি আইএসমুক্ত ঘোষণার পর জঙ্গি সংগঠনটির ২৫০ জনেরও বেশি সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার একথা জানিয়েছে ইরাকের যৌথ কমান্ড।
এ ব্যাপারে এক বিবৃতিতে যৌথ কমান্ড জানায়, সেনাবাহিনীর হাতে মসুলের পতনের পর শত শত জঙ্গি ভূগর্ভস্থ টানেলে আশ্রয় নিয়েছিল। এসব টানেল শনাক্ত করার পর আইএসের কয়েকজন কমান্ডারসহ তাদেরকে আটক করা হয়।
এর আগে গত ১০ জুলাই আইএসের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুল দখল করে খিলাফত ঘোষণা করেছিল আইএস। গত অক্টোবরে মসুল উদ্ধারে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে তাদের সমর্থন দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
তারই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি টাইগ্রিস নদী দিয়ে বিভক্ত শহরটির পূর্ব অংশ থেকে আইএসকে পুরোপুরি নির্মূল করা হয়। এরপর পশ্চিম মসুলের পুরনো অংশে শক্তভাবে গেড়ে বসে এই জঙ্গিগোষ্ঠীটি। মসুলের এই অংশ পুনরুদ্ধার করতে প্রায় পাঁচ মাস সময় লেগে যায়।
সূত্র: কুয়েত নিউজ এজেন্সি
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ওয়াসিফ