ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জেল ভেঙ্গে পালানোর সময় রবিবার তিন বন্দি নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা বলেন, ইসলামপন্থী চরমপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত ওই অঞ্চলটির গোলযোগপূর্ণ জোজোর একটি থানা থেকে যে ১৪ জন পালিয়েছিল এরা তাদের মধ্যে ছিল। এছাড়া, প্রাদেশিক পুলিশ প্রধান ও সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট মারিও বুইয়ুসকান বলেন, জোজো আবু সাইয়েফের একটি ঘাঁটি। জঙ্গি গোষ্ঠীটি মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে কয়েকজন বন্দির সম্পৃক্ততা ছিল।
তিনি আরো বলেন, তারা জেলখানার খিল ভেঙে তিন তলা থেকে পাশের পৌরসভা ভবনের ছাদে লাফিয়ে পড়ে। আমাদের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। আহতদের আটক করা হয়। তবে ১০ জন পালাতে সক্ষম হয়েছে।
সূত্র: বাসস
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ওয়াসিফ