দেশজুড়ে চলছে ‘পুতুল নাচের’ ঘটনা। আইনশৃৃঙ্খলা ভেঙে পড়ার পেছনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খোদ দেশের একজন শীর্ষ রাজনীতিক মবে সরকারের প্রচ্ছন্ন মদত আছে কি না, সংশয় প্রকাশ করেছেন। খুনিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এমন অভিযোগও তিনি তুলেছেন। অভিযোগ রয়েছে, বিশেষ একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে দলে লুকিয়ে থাকা এজেন্টরা একের পর এক অঘটন ঘটাচ্ছে। দলের পক্ষ থেকে দুর্বিনীতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ প্রেক্ষাপটে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলসহ সব ধরনের অপকর্ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দলটি আইনি ব্যবস্থার ওপরও জোর দিচ্ছে। কোনো নেতা বা কর্মী কোনো ধরনের অন্যায় বা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এসব ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো রকমের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে সম্পর্কেও সতর্ক থাকতে বলা হয়েছে। ৫ আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ পর্যন্ত সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজারের বেশি নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। অনিয়ম ও সংগঠনবিরোধী কার্যকলাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও তাদের অপতৎপরতা রোধ করা যাচ্ছে না সংশ্লিষ্টদের পেছনে বাইরের মদত থাকার কারণে। বিএনপির নীতিনির্ধারকদের ধারণা, প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে সক্রিয় থেকে অন্তর্ঘাতমূলক কাজে সহায়তা করা ‘বিশেষ একটি দলের’ রাজনৈতিক কালচারের অংশ। পতিত আওয়ামী শাসনামলে যারা ছাত্রলীগ হয়ে কাজ করেছে, তাদের কেউ কেউ যে ভিন্ন দলের ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। বিএনপির ভাবমূর্তি রক্ষায় দলের মধ্যে অনুপ্রবেশকারী পঞ্চম বাহিনী সম্পর্কে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
রাজনৈতিক দুর্বৃত্তপনা
কঠোরভাবে দমন করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর