ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে এসিল্যান্ডদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমি উন্নয়ন কর আদায়। এ কর আদায়ে তাদের আরও উদ্যোগী হতে হবে। গতকাল রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে ৪৩ ও ৪৪তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা এ আহ্বান জানান। পাঁচ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ১০০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।
ভূমি উপদেষ্টা বলেন, বর্তমানে এসিল্যান্ডদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমি উন্নয়ন কর আদায়। ভূমি উন্নয়ন কর আদায়ে আরও উদ্যোগী হতে হবে। নামজারির ক্ষেত্রে ঝামেলা রয়ে গেছে। এটা আধুনিকায়ন করা হবে, তবে যন্ত্রের পেছনে যে লোকটি থাকবে তাকে সৎ এবং নিয়মিত মনিটরিংয়ে রাখতে হবে। আর একটি ব্যাপার হচ্ছে নামজারি, এ ক্ষেত্রে নিজের নামজারি নিজে করলে ভূমি সহকারী বা কানুনগোর দৌরাত্ম্য হ্রাস পাবে, সঠিক ভূমি সেবা নিশ্চিত হবে। তিনি বলেন, ভূমি যদিও একটি জটিল বিষয়, নানা কারণে ভূমি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও বদনাম রয়েছে। প্রশিক্ষণ শেষে অফিস প্রধান হিসেবে ভীত হলে চলবে না। সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।