ইরানের প্রেসিডেন্টের ভাইকে আর্থিক দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হল! ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সেই রেশ ছড়িয়েছে আরব দুনিয়াসহ আন্তর্জাতিক মহলে। ইসলামি সাধারণতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভাই হোসেন ফেরেইদুনের বিরুদ্ধে কিছু অর্থনৈতিক অভিযোগের তদন্ত চলছিল।
কলকাতা টুয়েন্টিফোর'র খবরে বলা হয়, তদন্তে শেষ হতেই গ্রেফতার করা হয় এই প্রভাবশালী ব্যক্তিকে। রবিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় ফেরেইদুন জামিনের আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন খারিজ করে। এরপরেই কারাগারে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট রুহানির ভাইকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার