এবার গরুর জন্য আলাদা মন্ত্রণালয়ের ভাবনা চিন্তা চলছে ভারতে। সম্প্রতি বিজেপির সভাপতি অমিত শাহ ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিত শাহ জানান, গো-রক্ষা মন্ত্রণালয় গঠনের পরিকল্পনা চলছে। এ বিষয়ে অনেক পরামর্শ, দরখাস্ত এসেছে।
এসময় অমিত শাহ'র সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও ভারতের কেন্দ্রীয় সরকার গরুর জন্য আলাদা মন্ত্রণালয় তৈরির কথা বললেও এর কাজ বাস্তবায়ন হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর