আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে জঙ্গি বলে মনেই করে না পাকিস্তান। এমনটাই জানালেন নয়াদিল্লির পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।
পাকিস্তানি রাষ্ট্রদূতের এমন মন্তব্য ঘিরে আলোড়িত দিল্লির রাজনৈতিক মহল। যদিও অনেক আগেই হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘কাশ্মীরের স্বাধীনতার যোদ্ধা’ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ। সেই অবস্থান ধরে রেখেই বুধবার পাক রাষ্ট্রদূত জানিয়েছেন সালাউদ্দিন জঙ্গি নন৷
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদেই প্রধান ঘাঁটি হিজবুল মুজাহিদিনের। সেখান থেকেই জম্মু-কাশ্মীরে একাধিক নাশকতা চালিয়েছে এই সংগঠন। বিভিন্ন হামলার পর দায় স্বীকার করেছে হিজবুল। নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ করানো সংগঠনটির কাজ।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর