আবারও লন্ডবে 'হেট ক্রাইমের' শিকার হলেন একজন মুসলিম দম্পতি। মঙ্গলবার পশ্চিম লন্ডনের ফেলথামের আদি স্টোরে এ ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।
সুপার মার্কেটের গোপন ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এক ব্রিটিশ নারী নিকাব পরা এক মুসলিম নারীকে উদ্দেশ্যে বলছে, তোমাকে দেখতে একজন রক্তাক্ত পিলার বক্সের মতো লাগছে।''
এরপর ওই নারীকে পুরো শরীর ঢাকা পোশাক পরানোর জন্য পরক্ষণে স্বামীর উদ্দেশ্যে চিৎকার করে বলেন, জঘন্য! প্রত্যুত্তরে স্বামী বলেন, ''এটা তার পছন্দ।''
এরপরও জঘন্য, জঘন্য বলে চিৎকার করতে থাকে ওই নারী। লোকটি তাকে আবারও বিরত থাকার অনুরোধ করেন। ভদ্রভাবে বলেন, আপনি নিজেকে শিক্ষিত করুন। পরে আবার যোগ করেন, 'আপনি একজন কৌতুক অভিনেতা'।
এরপর ওই নারী তার কথার যথার্থতা প্রমাণ করার জন্য চিৎকার করতে থাকেন। পরে স্টোরের কর্মীরা এগিয়ে এসে তাদের থামান।
সাম্প্রতিকালে লন্ডনে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর থেকেই তাদের মধ্যে এক ধরনের মুসলিম বিদ্বেষী মনোভাব চলে এসেছে। ফলে হিজাব, বোরকা কিংবা নিকাব পরা কাউকে পেলেই তারা আক্রমণ করার চেষ্টা করছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৭/মাহবুব