আফগানিস্তানের গোলযোগপূর্ণ কান্দাহার প্রদেশে বুধবার ন্যাটো সৈন্যদের বহনকারী একটি গাড়ি বহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর ওয়াশিংটন পোস্টের।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, ‘দুপুরে কান্দাহারের দামান এলাকায় বিদেশি সৈন্যদের একটি বহর লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়।’
ন্যাটো এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের একটি বহরে হামলা চালানো হয়েছে এবং এতে ‘হতাহতের ঘটনাও ঘটেছে। ’
বিডি প্রতিদিন/২ আগস্ট ২০১৭/এনায়েত করিম