আইএসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে ইরাক ও সিরিয়া। এরপরও দেশ দু'টিতে এখনো ১১ হাজার সশস্ত্র জঙ্গি এবং তাদের আট হাজার সমর্থক রয়েছে বলে জানিয়েছে ইরাকের উচ্চ পর্যায়ের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা।
এর মধ্যে ইরাকে সক্রিয় জঙ্গি রয়েছে চার হাজার এবং তাদের সমর্থক আছে তিন হাজার। এরা সবাই আইএস গোষ্ঠীর কাছ থেকে নিয়মিত বেতন পায় বলেও জানান তারা। এছাড়া, প্রতিবেশী সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসী রয়েছে সাত হাজার এবং তাদের সমর্থক আছে পাঁচ হাজার।
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশ দু'টিতে আইএসের সংখ্যা ছিল ১৯ থেকে ২৫ হাজার। এবং ২০১৪ সালে এই সংখ্যা ছিল ২০ থেকে ৩১ হাজার।
উল্লেখ্য, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর ছিল আইএসের সবচেয়ে শক্ত ঘাঁটি। এই শহরটি গত ১০ জুলাই মুক্ত করা হয়েছে। এই গোষ্ঠীর তৎপরতা এখন ইরাকের নেইনাভা প্রদেশ এবং পাশের আনবার ও কিরকুক প্রদেশের কিছু এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে, সিরিয়ার রাকা প্রদেশে ছিল আইএসের রাজধানী। এখনো রাকা শহর আইএসের দখলে রয়েছে। যদিও সেখানে সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৭/ওয়াসিফ