ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় বুধবার ছয় সৈন্য নিহত হয়েছেন। এছাড়াও একজন সৈন্যকে অপহরণ করা হয়েছে। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা একথা জানান।
এই সৈন্যরা সংযুক্ত আরব আমিরাতের গড়া একটি নতুন জিহাদি বিরোধী বাহিনীর সদস্য। খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি শাবওয়া প্রদেশে ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর স্থাপিত একটি সামরিক অবস্থানের পাশে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা হামলা চালায়।
তিনি আরও বলেন, আল-কায়েদা সদস্যরা আত্মঘাতী বোমা হামলাকারীকে সাহায্য করেছে। হামলায় জিহাদি বিরোধী বাহিনীর দুটি গাড়ি ধ্বংস হয়েছে।
এই ঘটনায় অজ্ঞাত সংখ্যক সৈন্য আহত হয়েছে এবং অপর একজনকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছে।
বিডি প্রতিদিন/৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম