উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার লক্ষ্যে অবিচল। যা আমেরিকার কাছে ক্রমশই দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। তাই উত্তর কোরিয়াকে এবার একটা উচিত জবাব দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, উত্তর কোরিয়ায় বসবাসকারী মার্কিনদের ১ সেপ্টেম্বেরর আগে উত্তর কোরিয়া ছেড়ে দেশে ফেরার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়া যাওয়ার ওপর নতুন নির্দেশিকা জারি করেছে বলে জানা গেছে। গত মাসেই এ সম্পর্কিত ঘোষণা করা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। উত্তর কোরিয়া ছেড়ে দেশে ফিরতে বলার পেছনে কী কোন বড় পরিকল্পনা কাজ করছে মার্কিন প্রশাসনের? এমন প্রশ্নের জবাব এখনো মেলেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার