তেহরানের বিরুদ্ধে নতুন মার্কিন অবরোধ ২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তাদের করা পারমাণবিক চুক্তির শর্তের লঙ্ঘন বলে বৃহস্পতিবার ইরান জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অবরোধ বিলে স্বাক্ষর করেছেন এমন খবরের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমরা মনে করি- যুক্তরাষ্ট্রের এ অবরোধ আরোপের ফলে পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে এবং আমরা যথাযথভাবে এর প্রতিক্রিয়া জানাবো।’
‘আমরা ট্রাম্প ও মার্কিন নীতির ফাঁদে অবশ্যই পা দেবো না। আমাদের অত্যন্ত সচেতনভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে।’
ট্রাম্প বুধবার এই নতুন অবরোধ বিলে স্বাক্ষর করেন। এর ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে। এ অবরোধ আইনের আওতায় রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিডি প্রতিদিন/৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম