স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নরওয়ের একটি বাসের ছবি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। ছবিটি ছিল একটি খালি বাসের হলেও দেখতে মনে হচ্ছে সেখানে বোরকা পরা কয়েকজন নারী বসে রয়েছে।
বিবিসি জানায়, দেশটির অভিবাসন বিরোধী একটি গ্রুপের ফেসবুক পেইজে ওই ছবিটি শেয়ার দেয়া হয়েছিল, যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
জোহান স্লাত্তাভিক নামের এক নরওয়ের বাসিন্দা ছবিটি পোস্ট করে জানতে চেয়েছিলেন "এটি দেখে মানুষ প্রথমে কী মনে করবে?"
বিবিসি ট্রেন্ডিং দেখেছে এমন ব্যক্তির প্রশ্নের জবাবে ব্যাঙ্গাত্ম অনেক পোস্ট আসতে শুরু করেছিল। একজন লিখেছে, "প্রথমে দেখে মনে করেছিলাম সব বোরকা পরা নারী বসে আছে। কিন্তু পরে দেখি এগুলো সব চেয়ার। নারীরা যে বোরকা পড়াটা বিপজ্জনক তা এখনো সবাই মনে করে।"
আরেকজন লিখেছিলেন "আহা, অসহায় নারী। তারা দাস"।
ছবি পোস্টকারী স্লাত্তাভিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পায়নি বিবিসি। কিন্তু ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন কোনো উদ্দেশ্যে নিয়ে তিনি ছবিটি প্রকাশ করেননি। তিনি বলেছেন, তিনি সে সময় একঘেয়ে সময় কাটাচ্ছিলেন আর সে কারণে ওই ছবিটি পোস্ট করে তিনি দেখতে চেয়েছিলেন মানুষ তা দেখে কী প্রতিক্রিয়া দেয়।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৭/মাহবুব