ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে ক্যালিফোর্নিয়ার এক নারী ব্যবসায়ীর নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ কথা জানায়। ওই নারী ব্যবসায়ীর নাম জ্যামি ম্যাককোর্ট। তার বয়স ৬৩ বছর।
খবর এএফপি’র।
জ্যামি ম্যাককোর্ট তার কোম্পানির ওয়েবসাইটে নিজেকে একজন উদ্যোক্তা, আবাসন ব্যবসায়ী ও ভোজন রসিক হিসেবে পরিচয় দেন। তিনি মদ পান করতেও ভালোবাসেন।
২০১১ সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী ফ্রাঙ্ক ম্যাককোর্ট বর্তমানে অলিম্পিক ডি মার্সিলে ফুটবল ক্লাবের মালিক।
বিবাহ বিচ্ছেদের আগে ম্যারীল্যান্ডের মেয়ে ও আইনজীবী জ্যামি তার স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলেস ডগার্সের সহ-অংশীদার ছিলেন।
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা জ্যামি ম্যাককোর্ট জর্জটাউন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড ও ফ্রান্সে’স সোরবোনে থেকে ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৫ বছর ধরে আইন ব্যবসা করেছেন। নাপা ভ্যালিতে তার একটি আঙ্গুর ক্ষেত রয়েছে।
প্রভাবশালী পত্রিকা লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জ্যামি প্রথম দিক থেকেই ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমর্থক ছিলেন। তিনি ‘ট্রাম্প ভিক্টরি’ তহবিলে ৪০ হাজার মার্কিন ডলারের বেশি চাঁদা দেন।
বিডি প্রতিদিন/৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম