পাকিস্তানের সরকারি ওয়েবসাইট হ্যাক করে ভারতের জাতীয় সঙ্গীত পোস্ট করা হয়েছে। শুধু তাই নয় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তাও সেই ওয়েবসাইটে দেওয়া হয়। এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে পাকিস্তান সরকারকে। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, এই ঘটনার পরে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে তা আবার খুলে দেওয়া হয়। হ্যাক হওয়ার পরে সেটি খুলতেই দেখা গিয়েছিল ভারতে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে এবং জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেখানে। ছিল স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও।
একজন টুইটার ব্যবহারকারী পাকিস্তানের সরকারি ওয়েবসাইটের স্ক্রিনশট তুলে দিয়ে তা টুইট করে। ওয়েবসাইটটির ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলেই এই সাইবার হামলা বারবার হচ্ছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের সরকারি ওয়েবসাইট এই প্রথমবার হ্যাক করা হয়নি, এর আগেও এই ঘটনা ঘটেছে। দু’মাস আগেই ভারতের গুপ্তচর সন্দেহে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান সরকারের ৩০টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ৩ আগস্ট, ২০১৭/ তাফসীর