মৌরিতানিয়ার রাজধানী নওয়াকচটে বৃহস্পতিবার পুলিশ ও বিরোধীদলীয় কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিতর্কিত সাংবিধানিক গণভোটের প্রচারণার শেষ দিনে এ সংঘর্ষ বাধে। খবর এএফপি’র।
পশ্চিম আফ্রিকার এ দেশে সাংবিধানিক পরিবর্তনের প্রতিবাদ জানাতে রাজধানীসহ তিনটি অঞ্চলে বিক্ষোভ-সমাবেশের অনুমতি চাইলে কর্তৃপক্ষ তা প্রত্যাখান করে। এতে রাজধানীর পশ্চিমের একটি এলাকায় পুলিশ ও বিরোধী কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
অধিকার কর্মীরা জানান, সেখান থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘অতিরিক্ত’ টিয়ার গ্যাস ব্যবহার করে।
বিক্ষোভকারীদের মুখপাত্র সালেহ উল্দ হানানা দেশটির স্বৈরশাসনের সমালোচনা করে বলেন, প্রতিবাদ কর্মসূচির ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে অবহিত করতে হলেও তাদের অনুমতির জন্য আমরা অপেক্ষা করিনি।’
উল্লেখ্য, সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করা সিনেটরদের নিন্দা জানাতে প্রেসিডেন্ট মোহাম্মাদ উল্দ আব্দেল আজিজের সমাবেশের কয়েক ঘণ্টা আগে এ সংঘর্ষ হয়।
বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/এনায়েত করিম