আরো কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র ভ্রমণ ইচ্ছুকদের ভিসা মূল্যায়ন প্রক্রিয়া। আর এ জন্য নতুন প্রশ্ন সম্বলিত ভিসা ফরম স্থায়ী করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতির অংশ হিসেবে গত মে মাসে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফরমে নতুন কিছু প্রশ্ন যোগ করা হয়। আর তারই জের ধরে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে ভিসা আবেদনকারীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, বিস্তারিত জীবনবৃত্তান্ত ও ভ্রমণ ইতিহাস সম্পর্কিত তথ্য জানাতে হবে।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী তিন বছরের জন্য নতুন এই ভিসা ফরম স্থায়ী করার অনুমতি চাওয়া হয়েছে। এতে আগের সবগুলো পার্সপোর্টের নম্বর, শেষ পাঁচ বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের তথ্য, ইমেইল, ফোন নম্বর, গত ১৫ বছরের জীবনযাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য- যার মধ্যে এই সময়ে কোথায় বসবাস করেছে, কাজ করেছে তার ঠিকানা ও ভ্রমণ ইতিহাস সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ