মিয়ানমারের মোংদাও শহরের কাছে মায়ু পার্বত্য এলাকায় উগ্রপন্থীদের হামলায় ৬ বৌদ্ধ প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার কাইগি গ্রামের সংখ্যালঘু জনগোষ্ঠী ম্রো সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। গুলি করে ও ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়। দেশটির নেতা অং সান সুচির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। হামলার পর থেকে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। সূত্র : সান ডেইলি
বিডি প্রতিদিন/৪ আগস্ট, ২০১৭/ফারজানা